আসসালামু আলাইকুম, তো দেখতেই পাচ্ছেন ১৪৮ পদে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র ৮ম শ্রেণি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং বিশেষ করে আবেদন ফরম কিভাবে নির্ভুল ভাবে পূরণ করবেন সবকিছুই থাকবে আজকের এই পর্বে।
YouTube 👉👉👉 সোনার হরিণ
Facebook👉👉👉 সোনার হরিণ
তো এখানে আমরা শুধু মেইন পয়েন্ট গুলো আলোচনা করবো যাতে আপনাদের অতিরিক্ত কোনো সময় নষ্ট না হয়।
⇒ আবেদন শুরু ও শেষ তারিখ:
২৫ মে ২০২৩ খ্রি. সকাল ১০টা থেকে ১৫ জুন ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।
⇒ আবেদন ফি কতো টাকা?:
১, ২, ৫ ও ৬ নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩.০০ টাকা, মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা।
৩ ও ৪ নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ১০০/- (একশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকা, মোট ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।
⇒ আবেদনের যোগ্যতা:
সর্বনিম্ন কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ সর্বোচ্চ কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ।
⇒ আবেদন প্রক্রিয়া:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bfidc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
⇒ ফি প্রদানের নিয়ম:
প্রথম SMS: BFIDC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BFIDC ABCDEF
Reply : Applicant's Name, 223 /- or 112 / will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BFIDC<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BFIDC <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BFIDC YES 12345678
Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for BFIDC Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
⇒ সম্পূর্ণ সার্কুলার টি পড়ুন:
আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও আকারে দেখতে আমাদের ইউটিউব, ফেসবুক ও টিকটক এর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ